৫৩৫

পরিচ্ছেদঃ যানবাহনের উপর আরোহন করা অবস্থায় বিতর নামায পড়া

৫৩৫) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের উপর আরোহন করা অবস্থায় বিতর নামায আদায় করতেন।

باب الْوِتْرِ عَلَى الدَّابَّةِ

৫৩৫ ـ عَنْ عَبْدِاللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ. (بخارى:৯৯৯)

To offer the Witr Salat while riding on an animal


Narrated Abdullah bin `Umar: He said, "Allah's Messenger (ﷺ) used to pray witr on the back of the camel (while on a journey)."