কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫২৮
পরিচ্ছেদঃ কুরবানীর দিন ঈদগাহে কুরবানীর পশু নহর ও যবেহ করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৫২৮, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৮২
৫২৮) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদগাহে কুরবানীর পশু (উট) নহর করতেন এবং (অন্যান্য পশু) যবেহ করতেন।
টিকাঃ পশুর গলার নিম্নাংশে ধারালো বস্ত্ত ঢুকিয়ে রক্ত প্রবাহিত করাকে নহর বলা হয়। উটের ক্ষেত্রে এই পদ্ধতিই অনুসরণ করা হয়ে থাকে। উটের জন্য এটিই আরাম দায়ক।
باب النَّحْرِ وَالذَّبْحِ يَوْمَ النَّحْرِ بِالْمُصَلَّى
৫২৮ ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ كَانَ يَنْحَرُ أَوْ يَذْبَحُ بِالْمُصَلَّى
An-Nahr and Adh-Dhabh at the Masjid on the day of Nahr
Narrated Ibn `Umar:
The Prophet (ﷺ) used to Nahr or slaughter sacrifices at the Musalla (on `Id-ul-Adha).