৪৫৯

পরিচ্ছেদঃ সিজদা অবস্থায় যমীনে দু’বাহু বিছিয়ে দিবেনা

৪৫৯) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা সঠিকভাবে সিজদা কর অর্থাৎ প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের সামঞ্জস্য বজায় রাখো। তোমাদের কেউ যেন সিজদা অবস্থায় কুকুরের মত উভয় বাহু যমিনে বিছিয়ে না দেয়।

باب لاَ يَفْتَرِشُ ذِرَاعَيْهِ فِي السُّجُودِ

৪৫৯ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ قَالَ اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلايَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ. (بخارى:৮২২)

One should not put the forearms on the ground during prostrations


Narrated Anas bin Malik: The Prophet (ﷺ) said, "Be straight in the prostrations and none of you should put his forearms on the ground (in the prostration) like a dog."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ