লগইন করুন
পরিচ্ছেদঃ আমীন বলার ফজীলত
৪৪৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন নামাযে আমীন বলে তখন ফেরেশতাগণও আকাশে আমীন বলেন। উভয় দলের আমীন বলা পরস্পর মিলিত হলে আমীন উচ্চারণকারীর পূর্বের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে।
باب فَضْلِ التَّأْمِينِ
৪৪৩ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ، وَقَالَتِ الْمَلائِكَةُ فِي السَّمَاءِ: آمِينَ، فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
Superiority of saying Amin
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "If any one of you says, "Amin" and the angels in the heavens say "Amin" and the former coincides with the latter, all his past sins will be forgiven."