লগইন করুন
পরিচ্ছেদঃ ইশার নামাযের কিরাআতের বর্ণনা
৪৩৬) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে ছিলেন। তখন ইশার নামায আদায় করার সময় প্রথম দু’রাকআ'তের কোন এক রাকআ'তে তিনি সূরা ‘তীন’ পাঠ করলেন। অন্য বর্ণনায় আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে অধিক উত্তম কণ্ঠে আর কাউকে কুরআন পাঠ করতে শুনিনি।
باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ
৪৩৬ـ عنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ : أنَّ النَّبِيَّ كَانَ فِي سَفَرٍ، فَقَرَأ فِي الْعِشَاءِ فِي إحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ. وفِي رِوَايةٍ أُخْرَى قَالَ: وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ، أَوْ قِرَاءَةً. (بخارى:৭৬৯)
Recitation in the 'Isha prayer
Narrated Al-Bara:
In a journey, the Prophet (ﷺ) recited wa t-teeni wa z-zaitun" (95) in the `Isha' prayer. In another quotation he said: I never heard a sweeter voice or a better way of recitation than that of the Prophet.