৪০৬

পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীগণ কখন সেজদাহ করবে?

৪০৬) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘সামিআললাহু লিমান হামিদাহ্’ বলে রুকূ হতে মাথা উঠিয়ে সেজদায় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ সেজদায় যাওয়ার জন্য পিঠ বাঁকা করত না; বরং তিনি সেজদায় গেলে আমরা তাঁর পরে সেজদায় যেতাম।

باب مَتَى يَسْجُدُ مَنْ خَلْفَ الإِمَامِ

৪০৬ـ عن الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ، حَتَّى يَقَعَ النَّبِيُّ سَاجِدًا، ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ. (بخارى:৬৯০)

When should those who are behind the Imam prostrate?


Narrated Al-Bara: (and he was not a liar) When Allah's Messenger (ﷺ) said, "Sami`a l-lahu liman hamidah" none of us bent his back (for prostration) till the Prophet (ﷺ) prostrated and then we would prostrate after him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ