লগইন করুন
পরিচ্ছেদঃ ঘরের কাজে ব্যস্ত থাকার সময় নামাযের ইকামত হয়ে গেলে নামাযের উদ্দেশ্যে বের হয়ে যাবে
৩৯৯) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, একদা তাঁকে জিজ্ঞেস করা হল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে কী করতেন? উত্তরে আয়েশা (রাঃ) বললেনঃ তিনি ঘরের কাজে আঞ্জাম দিতে থাকতেন। নামাযের সময় হলে তিনি মসজিদে চলে যেতেন।
باب مَنْ كَانَ فِي حَاجَةِ أَهْلِهِ فَأُقِيمَتِ الصَّلاَةُ فَخَرَجَ
৩৯৯ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا أَنَّهَا سُئِلَتْ: مَا كَانَ النَّبِيُّ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاةُ خَرَجَ إِلَى الصَّلاةِ
If somebody was busy with his domestic work and Iqama was pronounced and then he came out [for offering the Salat (prayer)]
Narrated Aisha:
Once she was asked "What did the Prophet (ﷺ) use to do in his house?" She replied, "He used to keep himself busy serving his family and when it was the time for prayer he would go for it."