৩৯৩

পরিচ্ছেদঃ ফরয নামাযের ইকামত হয়ে গেলে সেই নামায ব্যতীত অন্য কোন নামায পড়া যাবে না

৩৯৩) আব্দুল্লাহ বিন মালেক বিন বুহায়না (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন ফরয নামাযের ইকামত হয়ে যাওয়ার পরেও এক ব্যক্তি দু’রাকআত নামায আদায় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামায শেষ করলেন তখন লোকেরা তাকে ঘিরে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ ফজরের নামায কি চার রাকআত? ফজরের নামায কি চার রাকআত?

টিকাঃ অপর হাদীছে এসেছে, যে রুকূ পেল সে নামায পেল। এখান থেকে আলেমগণ বলেছেন একামত হওয়ার পূর্বে শেষ রাকআতের রুকূ পর্যন্ত পৌঁছতে পারলে মাত্র অবশিষ্ট অংশ পূর্ণ করার অনুমতি আছে; নচেৎ নয়।

باب إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةَ

৩৯৩ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ رَأَى رَجُلا وَقَدْ أُقِيمَتِ الصَّلاةُ، يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ لاث بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا؟

No Salat (prayer) (is to be offered) except the compulsory Salat after the Iqama has been pronounced for that compulsory Salat


Narrated Malik Ibn Buhaina: Allah's Messenger (ﷺ) passed by a man praying two rak`at after the Iqama (had been pronounced). When Allah's Messenger (ﷺ) completed the prayer, the people gathered around him (the Prophet) or that man and Allah's Messenger (ﷺ) said to him (protesting), Are there four rak`at in Fajr prayer? Are there four rak`at in Fajr prayer?"