২৬৭

পরিচ্ছেদঃ জাহেলী যুগের মুশরিকদের কবর উপড়ে ফেলে তথায় মসজিদ নির্মাণ করা?

২৬৭) উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ উম্মে হাবীবা এবং উম্মে সালামা (রাঃ) আবিসিনিয়ায় একটি গীর্জা দেখেছিলেন। তাতে ছিল বিভিন্ন ধরণের ছবি। তাঁরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এ সম্পর্কে আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তাদের অবস্থা হল যখন তাদের কোন সৎ লোক মারা যেত তখন তার কবরের উপর মসজিদ নির্মাণ করত এবং তাতে ঐ ছবিসমূহ স্থাপন করত। কিয়ামতের দিন তারাই হবে আল্লাহর কাছে সর্বাধিক নিকৃষ্ট সৃষ্টি (জাতি)।

بَاب هَلْ تُنْبَشُ قُبُورُ مُشْرِكِي الْجَاهِلِيَّةِ وَيُتَّخَذُ مَكَانُهَا مَسَاجِدَ

২৬৭- عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ

Is it permissible to dig the graves of pagans of the period of Ignorance, and to use that place as a mosque?


Narrated `Aisha: Um Habiba and Um Salama mentioned about a church they had seen in Ethiopia in which there were pictures. They told the Prophet (ﷺ) about it, on which he said, "If any religious man dies amongst those people they would build a place of worship at his grave and make these pictures in it. They will be the worst creature in the sight of Allah on the Day of Resurrection."