লগইন করুন
পরিচ্ছেদঃ রেশমী কোট পরিধান করে নামায পড়ে তা খুলে ফেলা
২৪৩) উকবা বিন আমের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একটি রেশমী কোট উপহার দেয়া হল। তা পরিধান করে তিনি নামায পড়লেন। নামায শেষে তিনি তা প্রচন্ডভাবে টেনে খুলে ফেললেন। মনে হচ্ছিল তিনি তা অপছন্দ করছিলেন। তিনি বললেনঃ মুত্তাকীদের জন্য এটা পরিধান করা উচিত নয়।
بَاب مَنْ صَلَّى فِي فَرُّوجِ حَرِيرٍ ثُمَّ نَزَعَهُ
২৪৩- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ فَصَلَّى فِيهِ ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ وَقَالَ لَا يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ
Whoever offered Salat (prayer)in a silk Farruj (an outer garment opened at the back) and then took it off.
Narrated `Uqba bin 'Amir:
The Prophet (ﷺ) was given a silken Farruj [??] as a present. He wore it while praying. When he had finished his prayer, he took it off violently as if with a strong aversion to it and said, "It is not the dress of Allah-fearing pious people."