২১৭

পরিচ্ছেদঃ তাওয়াফে ইফাযার পর হায়েয (মাসিক) দেখা দিলে

২১৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ (বিদায় হজ্জের বছর) তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেনঃ সাফীয়া বিনতে হুয়াই (রাঃ)এর তো হায়েয এসে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ সে আমাদেরকে আটকিয়ে রাখবে না কি? সে কি তোমাদের সাথে তাওয়াফে ইফাযা করেনি? সকলেই বললেনঃ হ্যাঁ। তখন তিনি বললেনঃ তাহলে চল।

টিকাঃ বিদায়ী তাওয়াফ করার পূর্বে যদি মহিলার হায়েয শুরু হয়ে যায় তাহলে তার উপর বিদায়ী তাওয়াফ জরুরী নয়।

باب الْمَرْأَةِ تَحِيضُ بَعْدَ الإِفَاضَةِ

২১৭ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا زَوْجِ النَّبِيِّ :أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ صَفِيَّةَ قَدْ حَاضَتْ، قَالَ رَسُولُ اللَّهِ لَعَلَّهَا تَحْبِسُنَا، أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ؟ فَقَالُوا: بَلَى، قَالَ فَاخْرُجِي

If a woman gets her menses after Tawaf-al-Ifada


Narrated `Aisha: (the wife of the Prophet) I told Allah's Messenger (ﷺ) that Safiya bint Huyai had got her menses. He said, "She will probably delay us. Did she perform Tawaf (Al-Ifada) with you?" We replied, "Yes." On that the Prophet (ﷺ) told her to depart.