লগইন করুন
পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ
৬৩৯. (হাসান সহীহ) আবদুল্লাহ বিন আমর বিন আ’স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
’’যে ব্যক্তি দশটি আয়াত পড়ে কিয়ামুল্লাইল করবে তার নাম গাফেল-উদাসীনদের অন্তর্ভুক্ত করা হবে না। আর যে ব্যক্তি একশতটি আয়াত পড়ে কিয়ামুল্লাইল করবে তার নাম কানেতীনদের[1] অন্তর্ভুক্ত করা হবে। আর যে ব্যক্তি এক হাজারটি আয়াত দ্বারা কিয়ামুল্লাইল করবে তার নাম মুকান্তেরীণদের[2] মধ্যে লিখা হবে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ, ইবনে খুযায়মা)
(হাফেয মুনযেরী বলেনঃ তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলকু.. থেকে শেষ পর্যন্ত এক হাজার আয়াত। আল্লাহই অধিক জ্ঞান রাখেন।)
الترغيب في قيام الليل
(حسن) وَعَنْ عبد الله بن عمرو بن العاص رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنْ الْغَافِلِينَ وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنْ الْقَانِتِينَ وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنْ الْمُقَنْطِرِينَ. رواه أبو داود وابن خزيمة