৪৭৯

পরিচ্ছেদঃ ২৬) বিনা ওযরে আসর নামায ছুটে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন

৪৭৯. (সহীহ্) আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামায ছেড়ে দিল, তার সমস্ত আমল ধবংস হয়ে গেল।’’

(ইমাম আহমদ সহীহ সনদে হাদীছটি বর্ণনা করেছেন ৬/৪৪১)

الترهيب من فوات العصر بغير عذر

(صحيح) وَعَنْ أبِيْ الدَّرْداَءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ مُتَعَمدًا فَقَدْ حَبِطَ عَمَلُهُ. رواه أحمد بإسناد صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ