৩৭৮

পরিচ্ছেদঃ ১৩) পাঁচ ওয়াক্ত নামায আদায় করা উহার প্রতি যত্নবান হওয়া এবং উহা ওয়াজেব হওয়ার ব্যাপারে ঈমান রাখার প্রতি উদ্বুদ্ধকরণ

৩৭৮. (ছহীহ লি গাইরিহী) আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ্ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে জিজ্ঞাসা করল কোন আমল সর্বোত্তম?

তখন নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ’’নামায’’।
লোকটি আবার জিজ্ঞাসা করল: এরপর কোনটি?
তিনি বললেনঃ ’’এরপর নামায।’’
লোকটি আবার জিজ্ঞাসা করল: এরপর কোনটি?
তিনি বললেনঃ ’’এরপর নামায’’। তিনবার কথাটি বললেন।
লোকটি আবার জিজ্ঞাসা করলেন: তারপরে কোনটি?
তিনি বললেনঃ ’’আল্লাহর পথে জিহাদ।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/১৭২, ইবনে হিব্বান ১৭১৯ হাদীছের বাক্য ইবনে হিব্বানের)

الترغيب في الصلوات الخمس والمحافظة عليها والإيمان بوجوبها

(صحيح لغيره) وَعَنْ عبد الله بن عمرو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ رَجُلاً أتى رسولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فسأله عن أَفْضَلِ الأَعْمَالِ فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلاةُ قَالَ: ثُمَّ مَهْ؟ قال ثُمَّ الصَّلاةُ قَالَ: ثُمَّ مَهْ؟ قال ثُمَّ الصَّلاةُ ثلاث مرات، قَالَ: ثُمَّ مَهْ؟ قَالَ:الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ. رواه أحمد وابن حبان في صحيحه واللفظ له


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ