৩৪৯

পরিচ্ছেদঃ ১২) নারীদের গৃহে নামায আদায় ও গৃহে অবস্থান করার প্রতি উদ্বুদ্ধকরণ এবং ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন

৩৪৯. (সহীহ লিগাইরিহী মাওকূফ) আবূ আমর শায়বানী থেকে বর্ণিত। তিনি দেখেছেন যে, আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) নারীদেরকে জুমআর মসজিদ থেকে বের করে দিচ্ছেন এবং বলছেন, ’’তোমরা বের হয়ে নিজ গৃহে চলে যাও; এটাই তোমাদের জন্য বেশী উত্তম।’’

(হাদীছটি ত্বাবরানী কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন, মাযমাউল যাওয়ায়েদ ২/৩৫)

ترغيب النساء في الصلاة في بيوتهن ولزومها وترهيبهن من الخروج منها

(صحيح لغيره موقوف) وَعَنْ أبي عمرو الشيباني أَنَّهُ رَأَى عبد الله يُخْرِجُ النِّسَاءَ مِنَ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ، وَيَقُولُ:"اخْرُجْنَ إِلَى بُيُوتِكُنَّ خَيْرٌ لَكُنَّ". (رواه الطبراني في الكبير بإسناد لا بأس به)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ আমর শায়বানী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ