২৮৮

পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন

২৮৮. (সহীহ্ লি গাইরিহী) আবু সাহলাহ সায়েব বিন খাল্লাদ থেকে বর্ণিত। তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীদের থেকে বর্ণনা করেন। জনৈক ব্যাক্তি কিছু লোকের ইমামতী করছিল। এমন সময় সে ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করল। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা দেখলেন। সে সালাত থেকে ফারেগ হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ

’’এ ব্যাক্তি তোমাদের আর ইমামতি করবে না। পরে যখন সে ইমামতি করতে চাইল, লোকেরা তাকে বাঁধা দিল এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা বলেছেন সে কথা তাকে জানালো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সামনে বিষয়টি উল্লেখ করা হলে তিনি বললেনঃ ’’হ্যাঁ’’, (বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলেছেন,) ’’নিশ্চয় তুমি আল্লাহ এবং তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ৪৮০ ও ইবনু হিব্বান (সহীহ্) গ্রন্থে ১৬৩৪)

الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا

(صحيح لغيره) وَ عَنْ أَبِي سَهْلَةَ السَّائِبِ بْنِ خَلَّادٍ قَالَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنَّ رَجُلاً أَمَّ قَوْمًا فَبَصَقَ فِي الْقِبْلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ لَا يُصَلِّي لَكُمْ هَذَا فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ نَعَمْ وَحَسِبْتُ أَنَّهُ قَالَ إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ. رواه أبو داود وابن حبان في صحيحه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ