কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৮৭
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৭. (হাসান সহীহ্) আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’মসজিদে থুথু ফেলা একটি গুনাহের কাজ। আর উহা ঢেকে করে ফেলা হল একটি নেকীর কাজ।’’
(মোটামুটি ধরণের সনদে আহমাদ হাদীছটি বর্ণনা করেছেন ৫/২৬০)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وَ عَنْ أَبِيْ أُماَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّفْلُ فِى الْمَسْجِدِ سَيِّئَةٌ , وَدَفْنُهُ حَسَنَةٌ.. رواه أحمد