৯৮৪

পরিচ্ছেদঃ ৬৩: মাগরিবে “সাব্বিহিসমা রব্বিকাল আলা-” পড়া

৯৮৪. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক আনসারী ব্যক্তি দু’টি উট নিয়ে মু’আয (রাঃ)-এর নিকট গেলেন। তখন তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন। তিনি সূরাহ বাক্বারাহ শুরু করলেন। ঐ ব্যক্তি (পৃথকভাবে) সালাত আদায় করে চলে গেল। এ কথা নবী (সা.) -এর কাছে পৌছলে তিনি বললেন, হে মু’আয! তুমি কি (লোকেদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? হে মু’আয! তুমি কি (লোকেদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? তুমি কেন “সাব্বিহিসমা রব্বিকাল আ’লা-” (৮এ সূরা আল আ’লা) অথবা “ওয়াশশামসি ওয়াযুহা-হা-” (৯১. সূরাহ্ আহ্ শামস) অথবা এ জাতীয় সূরাহ পাঠ করলে না?

القراءة في المغرب بسبح اسم ربك الأعلى

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا سُفْيَانُ، ‏‏‏‏‏‏عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، ‏‏‏‏‏‏عَنْ جَابِرٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ مَرَّ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِنَاضِحَيْنِ عَلَى مُعَاذٍ وَهُوَ يُصَلِّي الْمَغْرِبَ فَافْتَتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ فَصَلَّى الرَّجُلُ، ‏‏‏‏‏‏ثُمَّ ذَهَبَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:‏‏‏‏ أَفَتَّانٌ يَا مُعَاذُ، ‏‏‏‏‏‏أَفَتَّانٌ يَا مُعَاذُ أَلَّا قَرَأْتَ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَ الشَّمْسِ وَضُحَاهَا وَنَحْوِهِمَا. تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۸۳۲ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 985 - صحيح

63. Reciting: "Glorify The Name Of Your Lord, The Most High" In Maghrib


It was narrated that Jabir said: A man from among the Ansar passed Mu'adh leading two camels, when he (Mu'adh) was praying maghrib, and he was starting to recite Al-Baqarah. So that man prayed then went away. News of that reached the Prophet (ﷺ) and he said: 'Do you want to cause hardship to the people, O Mu'adh; do you want to cause hardship to the people, O Mu'adh? Why don't you recite: 'Glorify the Name of your Lord, the Most High' and 'By the sun and its brightness' and the like?'