লগইন করুন
পরিচ্ছেদঃ ২৬: “আপনাকে সাব'আ মাসানী ও কুরআন ‘আযীম দিয়েছি”-এর ব্যাখ্যা
৯১৫. মুহাম্মাদ ইবনু কুদামাহ্ (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) -কে দান করা হয়েছে কুরআন মাজীদের সাতটি বড় সূরাহ। তিনি অত্র হাদীসে “সাব’আম মিনাল মাসা-নী” বলতে সাতটি বড় সূরার কথা বুঝিয়েছেন।
تأويل قول الله عز وجل ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم
خْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قال: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قال: أُوتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا مِنَ الْمَثَانِي السَّبْعَ الطُّوَلَ . تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۳۵۱ (۱۴۵۹)، (تحفة الأشراف: ۵۶۱۷) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 916 - صحيح
26. The Interpretation Of The Saying Of Allah, The Mighty And Sublime: And Indeed, "We Have Bestowed Upon You Seven Of Al-Mathani (Seven Repeatedly-Recited) And The Grand Qur'an"
It was narrated that Ibn Abbas said: The Prophet (ﷺ) was given seven oft-recited; the seven long ones.