কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৭৫
পরিচ্ছেদঃ ১৫/৮৯. যে ব্যক্তি মদীনাবাসীর অনিষ্ট কামনা করবে আল্লাহ তা'আলা তাকে কষ্ট দিবেন।
৮৭৫. সা’দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে কেউ মদীনাবাসীর সাথে ষড়যন্ত্র বা প্রতারণা করবে, সে লবণ যেভাবে পানিতে গলে যায়, সেভাবে গলে যাবে।
সহীহুল বুখারী, পৰ্ব ২৯: মদীনাহর ফাযীলাত, অধ্যায় ৭, হাঃ ১৮৭৭; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায়, হাঃ ১৫, অধ্যায় ৮৯, হাঃ ১৩৮৭
من أراد أهل المدينة بسوء أذابه الله
حديث سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِ أَحَدٌ إِلاَّ انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ