কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬৯৮
পরিচ্ছেদঃ ১৩/২২. ঈদুল ফিতর এবং কুরবানীর দিন সওম পালন নিষিদ্ধ।
৬৯৮. আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটি দিনে সওম পালন নেইঃ (সে দু’টি দিন হচ্ছে) ঈদুল ফিতর ও ঈদুল আযহা।
সহীহুল বুখারী, পর্ব ২০: মক্কাহ ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা, অধ্যায় ৬, হাঃ ১১৯৭; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ৫১, হাঃ ৮২৭
النهى عن صوم يوم الفطر ويوم الأضحى
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ: الْفِطْرِ وَالأَضْحى