কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬৯৭
পরিচ্ছেদঃ ১৩/২২. ঈদুল ফিতর এবং কুরবানীর দিন সওম পালন নিষিদ্ধ।
৬৯৭. উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’ দিনে সওম পালন করতে নিষেধ করেছেন। (ঈদুল ফিতরের দিন) যে দিন তোমরা আমাদের সওম ছেড়ে দাও। আরেক দিন, যেদিন তোমরা আমাদের কুরবানীর মাংস খাও।
সহীহুল বুখারী, পূর্ব ৩০: সপ্তম, অধ্যায় ৬৬, হাঃ ১৯৯০; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ২২, হাঃ ১১৩৭
النهى عن صوم يوم الفطر ويوم الأضحى
حديث عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه، قَالَ: هذَانِ يَوْمَانِ نَهى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْيَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ