৮৩৭

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮৩৭(৭৫). আবু সাহ্‌ল ইবনে যিয়াদ (রহঃ) ... মু’আয ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নিফাসগ্রস্ত নারী সাত দিন অতিবাহিত হওয়ার পর পবিত্রতা (রক্তক্ষরণ বন্ধ) দেখলে সে যেন গোসল করে এবং নামায পড়ে।

সুলায়েম (রহঃ) বলেন, আমি আলী ইবনে আলী (রহঃ)-এর সঙ্গে সাক্ষাত করলে তিনি আমাকে আল-আসওয়াদ-উবাদা ইবনে নুসাঈ-আবদুর রহমান ইবনে গান্‌ম-মু’আয ইবনে জাবাল (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। আল-আসওয়াদ (রহঃ) হলেন সা’লাবার পুত্র, তিনি সিরিয়ার অধিবাসী।

حَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، ثَنَا أَبُو إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ ، حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ مُحَمَّدٍ الْحِمْصِيُّ ، وَلَقَبُهُ سُلَيْمٌ ، ثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ ، أَنَا عَلِيُّ بْنُ عَلِيٍّ ، عَنِ الْأَسْوَدِ ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا مَضَى لِلنُّفَسَاءِ سَبْعٌ ، ثُمَّ رَأَتِ الطُّهْرَ فَلْتَغْتَسِلْ وَلْتُصَلِّ قَالَ سُلَيْمٌ : فَلَقِيتُ عَلِيَّ بْنَ عَلِيٍّ ، فَحَدَّثَنِي عَنِ الْأَسْوَدِ ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَهُ الْأَسْوَدُ هُوَ ابْنُ ثَعْلَبَةَ ، شَامِيٌّ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মু‘আয বিন জাবাল (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ