৮০৭

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮০৭(৪৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... ইয়াহইয়া ইবনে মাঈন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হাবীব ইবনে আবু সাবেত (রহঃ) উরওয়া (রহঃ) থেকে দুইটি হাদীস বর্ণনা করেছেন এবং উভয় হাদীসই গ্রহণযোগ্য নয়।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا بَكْرُ بْنُ سَهْلٍ ، حَدَّثَنَا عَبْدُ الْخَالِقِ بْنُ مَنْصُورٍ ، عَنْ يَحْيَى بْنِ مَعِينٍ ، قَالَ : حَدَّثَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ ، عَنْ عُرْوَةَ حَدِيثَيْنِ ، وَلَيْسَ هُمَا بِشَيْءٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ