কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫১১৮
পরিচ্ছেদঃ ২০. তৃতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৮-[১৫] বাহয ইবনু হাকীম (রহিমাহুল্লাহ) তাঁর পিতার মাধ্যমে তাঁর পিতামহ হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাগ ঈমানকে বিনষ্ট করে দেয়, যেমন সাবির (গাছের তিক্ত আঠা) মধুকে বিনষ্ট করে দেয়।[1]
[1] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮২৯৪, য‘ঈফুল জামি‘ ২৭৮২।
হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুখয়য়িস (مخيس)’’ নামের বর্ণনাকারী মাজহূল বা অপরিচিত। আর হিশাম ইবনু ‘আম্মার-এর মধ্যে দুর্বলতা আছে। দেখুন- য‘ঈফাহ্ ১৯১৮।
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصبرُ الْعَسَل»