কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৩৯১
পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৯১-[৯] ’আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। (ইবনু মাজাহ)[1]
[1] সহীহ : ইবনু মাজাহ ৩৬৪৭, ইরওয়া ৩/৩০২-৩০৩, আবূ দাঊদ ৪২২৬, নাসায়ী ৫২০৩, সহীহুল জামি‘ ৪৯০০, আল জামি‘উস্ সগীর ৯০৩১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫১৭৫, মুসনাদে আহমাদ ১৭৪৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৩১১৯।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ فِي يَمِينه. رَوَاهُ ابْن مَاجَه