কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৩৮৮
পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৩৮৮-[৬] উক্ত রাবী [আনাস (রাঃ)] হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে রূপার আংটি পরিধান করেছেন। এর মধ্যে হাবশী তথা আকীক পাথরের নগিনা সংযোজিত ছিল। আর তিনি নগিনাটি হাতের তালুর দিকেই রাখতেন। (বুখারী ও মুসলিম)[1]
[1] সহীহ : বুখারী ৫৮৬৬, মুসলিম (২০৯৪)-৬২, সহীহ ইবনু হিব্বান ৫৪৯৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৮১২ সুনানুন্ নাসায়ী আন কুবরা ৯৫১৪, শু‘আবুল ঈমান ৬৩৪৪, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৫৮৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৯২, সহীহুল জামি‘ ৪৯১১, ইবনু মাজাহ ৩৬৪৫, নাসায়ী ৫১৯৭।
بَابُ الْخَاتَمِ
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِي يَمِينِهِ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ كَانَ يَجْعَلُ فَصَّهُ مِمَّا يَلِي كَفه