কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪২৯৭
পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৭-[৪] মুসলিম-এর অপর এক বর্ণনায় আছে, সূর্যাস্তের পর রাতের কিছু অংশ অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তোমাদের জানোয়ার ও শিশুদেরকে (বাইরে) ছেড়ে দিয়ো না। কেননা সূর্যাস্তের পর সান্ধ্য আভা বিলীন হওয়া পর্যন্ত শয়তান ছড়িয়ে পড়ে।[1]
[1] সহীহ : মুসলিম (২০১৩)-৯৮, মুসনাদে আহমাদ ১৪৩৪২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০৬৪৪, আল মু‘জামুল আওসাত্ব ১৩৪৫, মুসনাদ আবূ ইয়া‘লা ১৭৭২, মুসনাদে আহমাদ ১৪৩৪২, আবূ দাঊদ ২৬০৪, সহীহুল জামি‘ ৭২৭৮, আল জামি‘উস্ সগীর ১৩২৩৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩১২৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৭৪।
بَابُ تَغْطِيَةِ الْأَوَانِي
وَفِي رِوَايَةٍ لَهُ: قَالَ: «لَا تُرْسِلُوا فَوَاشِيكُمْ وَصِبْيَانَكُمْ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تَذْهَبَ فَحْمَةُ الْعِشَاءِ فَإِنَّ الشَّيْطَانَ يَبْعَثُ إِذَا غَابَتِ الشَّمْسُ حَتَّى تذْهب فَحْمَة الْعشَاء»
ব্যাখ্যাঃ এখানে শয়তান দ্বারা উদ্দেশ্য শয়তানের নেতা বা সর্দার সে তার বাহিনীকে পাঠায়। (মিরক্বাতুল মাফাতীহ)