কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪০৯৫
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯৫-[৩২] আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করলেন। তখন মদীনাবাসীরা জীবিত উটের কুঁজ এবং দুম্বার পাছার বাড়তি মাংস কেটে খেত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জীবিত জানোয়ার হতে যা কেটে নেয়া হয় তা মৃত, তা খাওয়া যাবে না। (তিরমিযী ও আবূ দাঊদ)[1]
[1] সহীহ : তিরমিযী ১৪৮০, আবূ দাঊদ ২৮৫৮, ইবনু মাজাহ ৩২১৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ৪/৩০০, মুসনাদে আহমাদ ২১৯০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৬২, দারাকুত্বনী ৮৩, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ৮৬১২।
الْفَصْلُ الثَّانِي
عَن أبي وَافد اللَّيْثِيّ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يَجُبُّونَ أَسْنِمَةَ الْإِبِلِ وَيَقْطَعُونَ أَلْيَاتِ الْغَنَمِ فَقَالَ: «مَا يُقْطَعُ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ لَا تُؤْكَلُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد