১৮৮৯

পরিচ্ছেদঃ ১. নবী (ﷺ)-এর পবিত্র নামসমূহের বর্ণনা

রেওয়ায়ত ১. মুহম্মদ ইবন যুবাইর ইবন মুতইম (রহঃ) হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার পাঁচটি নাম রহিয়াছে। আমি মুহাম্মদ, আর আমি আহমাদ, আমি মাহী – আমা দ্বারা আল্লাহ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির – লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হইবে আমার কদমের উপর আর আমি আকিব।

بَاب أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ


Malik related to me from Ibn Shihab from Muhammad ibn Jubayr ibn Mutim that the Prophet, may Allah bless him and grant him peace, said, "I have five names. I am Muhammad. I am Ahmad. I am al-Mahi (the effacer), by whom Allah effaces kufr. I am al-Hashir (the gatherer), before whom people are gathered. I am al-Aqib (the last)."


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ