১১৯২

পরিচ্ছেদঃ

১১৯২। আরবদেরকে একমাত্র মুনাফিকরাই অপছন্দ করে।

হাদীসটি খুবই দুর্বল।

হাদিসটি ইবনু আদী ইসমাইল ইবনু আইয়্যাশ হতে, তিনি যায়েদ ইবনু জাবীরাহ হতে, তিনি দাউদ ইবনুল হুসাইন হতে, তিনি আবদুল্লাহ ইবনু আবী রাফে’ হতে, তিনি তার পিতা হতে মারফূ’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি (ইবনু আদী) বলেনঃ যায়েদ ইবনু হুবাইরার অধিকাংশ হাদীসের কেউ অনুসরণ করেনি।

আমি (আলবানী) বলছিঃ "আত-তাকরীব" গ্রন্থে এসেছেঃ তিনি মাতরূক।

হাদিসটি "যাওয়াইদুল মুসনাদ" গ্রন্থে (১/৮১) এ সুত্রেই বর্ণিত হয়েছে। কিন্তু তিনি বলেনঃ আলী (রাঃ) হতে।

لا يبغض العرب إلا منافق ضعيف جدا - أخرجه ابن عدي (145/1) عن إسماعيل بن عياش عن زيد بن جبيرة عن داود بن الحصين عن عبد الله بن أبي رافع عن أبيه مرفوعا وقال زيد بن جبيرة عامة ما يرويه لا يتابعه عليه أحد قلت: وفي التقريب " متروك " والحديث في " زوائد المسند " (1/81) من هذا الوجه، لكنه قال: " عن علي


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ