লগইন করুন
পরিচ্ছেদঃ
১১৭৪। আমার উম্মাতের জন্য যে ব্যক্তি একটি হাদীস হেফয করবে, একাত্তর নবী ও সিদ্দীকের সাওয়াব তার জন্য হয়ে যাবে।
হাদীসটি বানোয়াট।
হাদীসটি হাফিয যাহাবী "তাযকিরাতুল হুফফায" গ্রন্থে (৪/৩৫) ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণনা করে বলেছেনঃ এটি বর্ণনা করা হারাম, একমাত্র সেই ব্যক্তি ছাড়া যে কোন প্রকার সন্দেহ না করে এটি যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি মিথ্যারোপ করা হয়েছে তাও উল্লেখ করবে। আল্লাহ্ তা’আলা সেই ব্যক্তির অমঙ্গল করুন যে হাদীসটিকে বানিয়েছে। এটির সনদ অন্ধকারচ্ছন্ন। এর বর্ণনাকারীদের মধ্যে ইবনু রাযাম নামক এক বর্ণনাকারী রয়েছেন তিনি মিথ্যুক। সম্ভবত সেই হাদীসটির সমস্যা।
من حفظ على أمتي حديثا واحدا كان له أجر أحد وسبعين نبيا صديقا موضوع - أخرجه الحافظ الذهبي في " تذكرة الحفاظ " (4/35) من حديث ابن عباس، ثم قال هذا مما تحرم روايته إلا مقرونا بأنه مكذوب من غير تردد، وقبح الله من وضعه وإسناده مظلم، وفيهم ابن رزام، كذاب، لعله آفته