লগইন করুন
পরিচ্ছেদঃ
১১৫৫। যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখবে সে নিজেকে অপবাদ পাওয়ার স্থলে রাখবে না।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটি আবু আবদিল্লাহ ফালাকী "আল-ফাওয়াইদ" গ্রন্থে (৯০-৯১) আহমাদ ইবনু আম্মার হতে, তিনি মালেক ইবনু আনাস হতে, তিনি নাফে’ হতে ... বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। এ ইবনু আম্মার সম্পর্কে দারাকুতনী বলেনঃ তিনি মাতরূক। ৫৫০ নম্বরে তার আরেকটি হাদীস আলোচিত হয়েছে।
من كان يؤمن بالله واليوم الآخر فلا يجعل نفسه موضع التهمة ضعيف جدا - رواه أبو عبد الله الفلاكي في " الفوائد " (90 - 91) عن أحمد بن عمار: حدثنا مالك بن أنس عن نافع عن ابن عمر مرفوعا قلت: وهذا إسناد ضعيف جدا، ابن عمار هذا قال الدارقطني فيه متروك وقد مضى له حديث آخر برقم (550) والحديث مما لم يطلع عليه الحافظ السيوطي فلم يذكره في " جامعيه " " الصغير " و" الكبير "!! وكذا فات على المناوي في الجامع الأزهر