কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪৪৩
পরিচ্ছেদঃ ৩৮. নির্ভরযোগ্য বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা প্রসঙ্গে
৪৪৩. হিশাম হতে বর্ণিত, মুহাম্মদ (ইবনু সীরীন) বলেন: তোমরা লক্ষ্য করো, কার নিকট হতে তোমরা এ হাদীস গ্রহণ করছো। কেননা, এ (হাদীস)-ই হলো তোমাদের দীন।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: আবী হাতিম, জারহু ওয়াত তা’দীল ১/১৫; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৪৪৫; আর এটি দেখুন ৩৯৯ নং এর টীকায়।
بَابٌ فِي الْحَدِيثِ عَنِ الثِّقَاتِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: انْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ هَذَا الْحَدِيثَ فَإِنَّهُ دِينُكُمْ إسناده صحيح