কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৭১৬
পরিচ্ছেদঃ কতিপয় যিকরের বিশেষ মাহাত্ম্য
(৩৭১৬)উক্ত বর্ণনাকারী থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, ’কোন্ যিকর সর্বশ্রেষ্ঠ?’ এর উত্তরে তিনি বললেন, যা তিনি নিজ ফিরিশতামণ্ডলী অথবা নিজ বান্দাগণের জন্য নির্বাচিত করেছেনঃ ’সুবহানাল্লাহি অবিহামদিহ।
(মুসলিম ৭১০১)
عَنْ أَبِى ذَرٍّ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ سُئِلَ أَىُّ الْكَلاَمِ أَفْضَلُ قَالَ مَا اصْطَفَى اللهُ لِمَلَائِكَتِهِ أَوْ لِعِبَادِهِ سُبْحَانَ اللهِ وَبِـحَمْدِهِ