৩৫৫১

পরিচ্ছেদঃ সত্যবাদিতার গুরুত্ব

(৩৫৫১) আবূ সাবেত, মতান্তরে আবূ সাঈদ বা আবুল অলীদ সাহল ইবনে হুনাইফ (রাঃ) হতে বর্ণিত, (আর তিনি বাদরী সাহাবী ছিলেন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদত প্রার্থনা করবে, তাকে আল্লাহ শহীদদের মর্যাদায় পৌঁছাবেন; যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়।

عَنْ أَبِي ثَابِتٍ، وَقِيلَ: أبي سَعِيدٍ، وَقِيلَ : أبي الوليد سَهْلِ بن حُنَيْفٍ وَهُوَ بدريٌّ أنَّ النَّبيّ ﷺ قَالَ مَنْ سَأَلَ الله الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ الله مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ رواه مسلم


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ