৩৫৩৫

পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ

(৩৫৩৫) আবূ হুরাইরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (প্রকৃত) বলবান সে নয়, যে কুস্তিতে (অপরকে পরাজিত করে)। প্রকৃত বলবান (কুস্তিগীর) তো সেই ব্যক্তি, যে ক্রোধের সময় নিজেকে কাবুতে রাখতে পারে।

وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ أنّ رَسولَ الله ﷺ قَالَ لَيْسَ الشَّدِيدُ بالصُّرَعَةِ إنَّمَا الشَدِيْدُ الَّذِيْ يَملكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ مُتَّفَقٌ عَلَيهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ