কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৫২৬
পরিচ্ছেদঃ সবর (ধৈর্যের) বিবরণ
(৩৫২৬) ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি যেন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবীদের মধ্যে কোন এক নবীর ঘটনা বর্ণনা করতে দেখছি; (আলাইহিমুস স্বালাতু অসসালাম) যাঁকে তাঁর স্বজাতি প্রহার ক’রে রক্তাক্ত ক’রে দিয়েছে। আর তিনি নিজ চেহারা থেকে রক্ত পরিষ্কার করছেন আর বলছেন, ’’হে আল্লাহ! তুমি আমার জাতিকে ক্ষমা ক’রে দাও। কেননা, তারা জ্ঞানহীন।
(বুখারী ৩৪৭৭, ৬৯২৯, মুসলিম ৪৭৪৭)
وَعَنْ أَبِي عَبدِ الرَّحمَانِ عَبدِ اللهِ بنِ مَسعُودٍ قَالَ : كَأَنِّي أنْظُرُ إِلَى رَسُولِ الله ﷺ يَحْكِي نَبِيّاً مِنَ الأَنْبِياءِ صَلَواتُ الله وَسَلامُهُ عَلَيْهمْ ضَرَبه قَوْمُهُ فَأدْمَوهُ وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ يَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لِقَومي فَإِنَّهُمْ لا يَعْلَمونَ مُتَّفَقٌ علَيهِ