৩৫০২

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৫০২)আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, অবশ্যই মু’মিন তার সদাচারিতার কারণে দিনে (নফল) রোযাদার এবং রাতে (নফল) ইবাদতকারীর মর্যাদা পেয়ে থাকে।

وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَت : سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ إِنَّ المُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ القَائِمِ رواه أَبُو داود


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ