৩৪৯৮

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৪৯৮) আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রাঃ) বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (প্রকৃতিগতভাবে কথা ও কাজে) অশ্লীল ছিলেন না এবং (ইচ্ছাকৃতভাবেও) অশ্লীল ছিলেন না। আর তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে তোমাদের মধ্যে সুন্দরতম চরিত্রের অধিকারী।

وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : لَمْ يَكُن رَسُوْلُ اللهِ ﷺ فَاحِشاً وَلاَ مُتَفَحِّشاً وَكَانَ يَقُولُ إنَّ مِنْ خِيَارِكُمْ أحْسَنَكُمْ أخْلاَقاً متفقٌ عَلَيْهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ