কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৪৯৭
পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য
(৩৪৯৭) নাওয়াস ইবনে সামআন (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, পুণ্য হল সচ্চরিত্রতার নাম। আর পাপ হল তাই, যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং তা লোকে জেনে ফেলুক এ কথা তুমি অপছন্দ কর।
(মুসলিম ৬৬৮০)
وَعَنِ النَّوَاسِ بنِ سَمعَانَ قَالَ : سَأَلتُ رَسُوْلَ اللهِ ﷺ عَن البِرِّ وَالإثمِ فَقَالَ البِرُّ : حُسنُ الخُلُقِ والإثمُ : مَا حَاكَ فِي صَدرِكَ وكَرِهْتَ أن يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ رواه مسلم