৩৩৩৯

পরিচ্ছেদঃ রেশমের কাপড় পরা, তার উপরে বসা বা হেলান দেওয়া পুরুষদের জন্য অবৈধ, মহিলাদের জন্য বৈধ

(৩৩৩৯) আলী (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে সোনা, অতঃপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্তু হারাম।

وَعَنْ عَلِيٍّ قَالَ : رَأَيتُ رَسُوْلَ اللهِ ﷺ أخَذَ حَرِيراً فَجَعَلَهُ فِي يَمِينهِ وَذَهَبَاً فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه أَبُو داود بإسنادٍ صحيحٍ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ