৩৩৩৭

পরিচ্ছেদঃ রেশমের কাপড় পরা, তার উপরে বসা বা হেলান দেওয়া পুরুষদের জন্য অবৈধ, মহিলাদের জন্য বৈধ

(৩৩৩৭) উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, সেই রেশম পরিধান করে, যার কোনই অংশ নেই।

বুখারীর এক বর্ণনায় আছে, ’যার আখেরাতে কোন অংশ নেই।’

وَعَنهُ قَالَ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ إنَّمَا يَلْبَسُ الحَرِيرَ مَنْ لاَ خَلاَقَ لَهُ متفقٌ عَلَيْهِ وفي رواية للبخاري مَنْ لاَ خَلاَقَ لَهُ في الآخِرَةِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ