কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩২৯১
পরিচ্ছেদঃ মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
(৩২৯১) উক্ত রাবী থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন বৈঠকে বসে তাতে আল্লাহর যিকর করল না, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষতি হবে। আর যে ব্যক্তি কোন শয্যায় শয়ন ক’রে তাতে আল্লাহর যিকর করে না, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষতি হবে।
(আবু দাঊদ ৪৮৫৮, সহীহ তারগীব ৬১১)
وَعَنهُ عَن رَسُولِ اللهِ ﷺ قَالَ مَنْ قَعَدَ مَقْعَداً لَمْ يَذْكُرِ الله تَعَالَى فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تِرَةٌ وَمَنِ اضْطَجَعَ مَضْجَعَاً لاَ يَذْكُرُ اللهَ تَعَالَى فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللهِ تِرَةٌ رواه أَبُو داود