কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩২৮৪
পরিচ্ছেদঃ মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
(৩২৮৪) আমর ইবনে শুয়াইব (রহঃ) স্বীয় পিতা থেকে তিনি স্বীয় দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে, সে দু’জনের মধ্যে তাদের বিনা অনুমতিতে তফাৎ সৃষ্টি করবে। (আহমাদ ৬৯৬০, আবূ দাঊদ ৪৮৪৭, তিরমিযী ২৭৫২)
আবূ দাউদের এক বর্ণনায় আছে, দু’জনের মধ্যে তাদের বিনা অনুমতিতে বসা যাবে না। (৪৮৪৬)
وَعَنْ عَمرِو بنِ شُعَيْبٍ، عَن أَبِيهِ عَن جَدِّهِ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُفَرِّقَ بَيْنَ اثْنَيْنِ إِلاَّ بِإِذْنِهِمَا رواه أَبُو داود والترمذي وقال حديث حسن وفي رواية لأبي داود لاَ يُجْلسُ بَيْنَ رَجُلَيْنِ إِلاَّ بِإذْنِهِمَا