লগইন করুন
পরিচ্ছেদঃ সালামের বিভিন্ন আদব-কায়দা
(৩২৫৩) আবূ উমামাহ সুদাই ইবনে আজলান বাহেলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেদের মধ্যে সবচেয়ে বেশী আল্লাহর নিকটবর্তী সেই, যে লোকদেরকে প্রথমে সালাম করে। (আবূ দাঊদ ৫১৯৯, উত্তম সূত্রে)
তিরমিযীও আবূ উমামাহ কর্তৃক বর্ণনা করেছেন, তিনি বলেন, জিজ্ঞাসা করা হল, ’হে আল্লাহর রসূল! দু’জনের সাক্ষাৎকালে তাদের মধ্যে কে প্রথমে সালাম দেবে?’ তিনি বললেন, যে মহান আল্লাহর সর্বাধিক নিকটবর্তী হবে। (তিরমিযী ২৬৯৪, হাদীসটি হাসান)
وَعَنْ أَبي أُمَامَةَ صُدَيِّ بنِ عَجلاَنَ البَاهِلِي قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إنَّ أَوْلى النَّاسِ بِاللهِ مَنْ بَدَأهُمْ بِالسَّلامِ رواه أَبُو داود بإسنادٍ جيدٍ ورواه الترمذي عَن أَبي أُمَامَةَ قِيلَ : يَا رَسُوْلَ اللهِ الرَّجُلاَنِ يَلْتَقِيَانِ أَيُّهُمَا يَبْدَأُ بِالسَّلاَمِ ؟ قَالَ أَوْلاَهُمَا بِاللهِ تَعَالَى قَالَ الترمذي هَذَا حديث حسن