কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩১৬৫
পরিচ্ছেদঃ শয়নের অন্যান্য আদব
(৩১৬৫) য়্যাঈশ ইবনে ত্বিখফাহ্ গিফারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা বলেন, একদা আমি মসজিদে উপুড় হয়ে শুয়ে ছিলাম, এমতাবস্থায় একটি লোক আমাকে পা দিয়ে নড়িয়ে বলল, এ ধরনের শোয়াকে আল্লাহ অপছন্দ করেন। তিনি বলেন, ’আমি তাকিয়ে দেখলাম তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।’
(আবূ দাউদ ৫০৪২, সহীহ সনদ, আহমাদ ২/২৮৭, ইবনে হিব্বান, হাকেম ৪/২৭১, সহীহুল জামে’ ২২৭০)
وَعَنْ يَعِيشَ بنِ طِخْفَةَ الغِفَارِيِّ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : قَالَ أَبي : بَينَمَا أَنَا مُضْطَجِعٌ فِي الْمَسْجِدِ عَلَى بَطْنِي إِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجلِهِ فَقَالَ إنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللهُ قَالَ : فَنظَرْتُ فَإِذَا رَسُوْلُ اللهِ ﷺ رواه أَبُو داود بإسنادٍ صحيح