২৮১৬

পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর দর্শন

(২৮১৬) আব্দুল্লাহ বিন বুসর (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণ তার জন্য, যে আমাকে দর্শন করেছে ও আমার প্রতি ঈমান এনেছে। কল্যাণ তার জন্য, যে সেই ব্যক্তিকে দর্শন করেছে, যে আমাকে দর্শন করেছে। আর তার জন্যও যে সেই ব্যক্তিকে দর্শন করেছে, যে ব্যক্তি এমন লোককে দর্শন করেছে, যে আমাকে দর্শন করেছে ও আমার প্রতি ঈমান এনেছে। তাদের জন্য কল্যাণ ও শুভ পরিণাম।

عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ طُوْبٰـى لِمَنْ رآنِـيْ وَآمَنَ بِـيْ وَطُوْبٰـى لِمَنْ رَأى مَنْ رآنِـيْ وَلِمَنْ رَأَى مَنْ رَأَى مَنْ رَآنِـيْ وَآمَنَ بِـيْ طُوبٰـى لَهُمْ وَحُسْنُ مَآبٍ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ