কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২১
পরিচ্ছেদঃ তাওহীদ ও শির্ক বিষয়ক হাদীসসমূহ
(২১) ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে বলল, ’আল্লাহ ও আপনার ইচ্ছা।’ তিনি বললেন, তুমি কি আমাকে আল্লাহর শরীক (ও সমকক্ষ) করে ফেললে? বল, একমাত্র আল্লাহরই ইচ্ছা।
(বুখারীর আদাব ৭৮৩, নাসাঈর কুবরা, ১০৮২৫, বাইহাক্বী ৫৬০৩, ত্বাবারানী ১২৮২৯)
عَن ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ ﷺ مَا شَاءَ اللهُ وَشِئْتَ قَالَ جَعَلْتَ لِلهِ نِدًّا بَلْ مَا شَاءَ اللهُ وَحْدَهُ