৪৬৫২

পরিচ্ছেদঃ ৯. খলিফাগণ সম্পর্কে

৪৬৫২। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গাছের নীচে বাই’আত করেছে তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না।[1]

সহীহ।

بَابٌ فِي الْخُلَفَاءِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدٍ الرَّمْلِيُّ، أَنَّ اللَّيْثَ، حَدَّثَهُمْ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ لاَ يَدْخُلُ النَّارَ أَحَدٌ مِمَّنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ ‏"‏ ‏.‏


Jabir reported the Messenger of Allah (ﷺ) as saying: No one of those who took the oath of allegiance under the tree will go to hell.